পটুয়াখালী সরকারি কলেজ

স্থাপিত: ১৯৫৭, EIIN: ১০২৫৯৬, পটুয়াখালী

বিএনসিসি নৌ-শাখার ২০ তম ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে আসিফ আদনানকে র‍্যাংক ব্যাচ পরিধান

বিএনসিসি নৌ-শাখার ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে সদ্য পদোন্নতি পাওয়া আসিফ আদনানকে র‍্যাংক ব্যাচ পড়িয়ে দেন প্রতিষ্ঠানের সমানধন্য উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান স্যার। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাকির হোসেন স্যার, (পিইউও) বিএনসিসি নৌ-শাখা, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ ও সম্পাদক শিক্ষক পরিষদ, পটুয়াখালী সরকারি কলেজ। উপস্থিত ছিলেন জনাব জি এম জহিরুল ইসলাম স্যার, (পিইউও) বিএনসিসি নৌ-শাখা, সহকারী অধ্যাপক, গনিত বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ। 
এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগন ও সম্মানিত শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বিএনসিসি নৌ-শাখার সামরিক প্রশিক্ষক ও বিএনসিসি নৌ-শাখার এক্স ক্যাডেট আন্ডার অফিসারবৃন্দ।